World Sufi Media

Promotes Global Sufi Orders for Meaningful Peace

Maula Pak (R)’s Holy ‘Urs’ 17 Feb

Share Post; Spread Love

Post Managed by: Shams Nukaba, BASIRHAT, 24 PARGANAS, WB, India.

 

Holy ‘Urs’ of the shining sun of the Quaderia firmament, Maula Pak, Syedena wa Maulana, His Holiness Syed Shah Ali Abdul Quader Shamsul Quaderi, commonly known as Syed Shah Murshid Ali Al Quaderi Al Hasani Al Husaini Al Baghdadi (AS) is going to be observed on 4th Falgun, 1427, 17th February, 2021, Wednesday.

It will be held in the evening, at Holy Jora Masjid of Midnapore, the Dayera Pak and in Holy Istriganj.

 

 

Among disciples and followers, he is known as “Maula Pak”.

His appellation name is Jamal. Aside from this, he has used the nom de plume of Aasi in his self-written most precious book named the ‘Dewan Pak’. Maula Pak penned a book in praise of Master Ghaus Pak named ‘Hirze Jane Arefan Fi Manaqabe Mahbube Subhan Maruf Be Dewane Hazrate Jamal’. He has written another book on the life of his great father Aala Huzur Pak, Syedena wa Maulana, His Holiness Syed Shah Mehre Ali Al Quaderi Al Hasani Al Husaini Al Baghdadi (AS) named ‘Toghre e Mahamed’. Maula Pak is the direct 32nd generation descendant of the Prophet of Allah (pbuh) and the 19th generation direct descendant of Master Ghause Azam, Syedena wa Imamena wa Maulana, His Holiness Syed Shah Abu Muhammad Muhiuddin Sheikh Abdul Quader Al Jilani Al Hasani Al Husaini Al Baghdadi (AS).

 

All programs in the Holy Jora Masjid, Dayera Pak and Holy Istiriganj shall be conducted, directed and led by the great grandson, and the only successor, and Head of the Order, the ‘Ghaus’ of the present era, Boro Huzur Pak, Syedena wa Maulana His Holiness Syed Shah Rashid Ali Al Quaderi Al Hasani Al Husaini Al Baghdadi (may he live long).

 

Written by: –

and  :

 

 

মওলা পাকের উরস পাক

 

আগামী ৪ঠা ফাল্গুন ১৪২৭, ১৭ই ফেব্রুয়ারি ২০২১তারিখ, বুধবার দিবাগত রাত্রি মেদিনীপুর জোড়া মসজিদ পাক, দায়েরা পাক ও ইস্ত্রি গঞ্জ পাকে ক্বাদেরীয়া গগণের সূর্য মওলা পাক সাইয়েদেনা ওয়া মওলানা হযরত সাইয়েদ শাহ্ আলী আব্দুল ক্বাদের শামসুল ক্বাদেরী মা’রূফ বে সাইয়েদ শাহ্ “মুর্শিদ আলী আল ক্বাদেরী” আল্ হাসানী আল্ হুসায়নী আল্ বাগদাদী (আঃ) পাকের উরস পাক অনুষ্ঠিত হতে চলেছে।

 

তিনি মুরীদান ও ভক্তবৃন্দের নিকট “মওলা পাক” নামে পরিচিত। তাঁর উপাধি নাম “জামাল”।

 

তাছাড়া তিনি তাঁর রচিত মহামূল্যবান কেতাব ‘দেওয়ান পাক’ এর মধ্যে নিজের তাখাল্লুস নাম ‘আসী’ ব্যবহার করেছেন। মওলা পাক হুযুর গওস পাকের মানাকেবের উপর একটি কেতাব পাক রচনা করেন যার নাম, “হিরযে জানে আরেফান ফী মানাকেবে মাহবুবে সুবহান মা’রূফ বে দেওয়ানে হযরতে জামাল”।

 

তিনি আরও একটি কেতাব তাঁর মহান আব্বাজান *আ’লা হুযুর পাক* সাইয়েদেনা ওয়া মওলানা হযরত সাইয়েদ শাহ্ *মেহেরে আলী আল্ কাদেরী* আল্ হাসানী আল্ হুসায়নী আল্ বাগদাদী (আঃ) পাকের জীবনীর উপর রচনা করেছেন যার নাম, *”তোগরা এ মাহামেদ”*। মওলা পাক রসুলে খোদা (সঃ) এঁর সরাসরি ৩২ তম এবং হুযুর গওসে আযাম পাক, সাইয়েদেনা ওয়া ইমামেনা ওয়া মওলানা হযরত সাইয়েদ শাহ্ আবু মুহাম্মাদ মুহিউদ্দীন শায়খ আব্দুল কাদের আল্ জীলানী আল্ হাসানী আল্ হুসায়নী আল বাগদাদী (আঃ) পাকের সরাসরি ১৯ তম বংশধর।

 

জোড়া মসজিদ পাক, দায়েরা পাক ও ইস্ত্রি গঞ্জ পাকের সম্পূর্ণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত ও পরিচালিত হবে মওলা পাকের প্রপৌত্র এবং তাঁর একমাত্র গদ্দীনশীন ও স্থলাভিষিক্ত, বর্তমান যামানার গওস “বড় হু্যুর পাক” সাইয়েদেনা ওয়া মওলানা হযরত সাইয়েদ শাহ্ “রশীদ আলী আল্ ক্বাদেরী” আল্ হাসানী আল্ হুসায়নী আল্ বাগদাদী মাদ্দাজিল্লুহুল আলীর পরিচালনায় ও নেতৃত্বে।

 

নিবেদক:- আলহাজ্জ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্ কাদেরী

 

 


Share Post; Spread Love